স্মারক নং-কেসিএমএসসি/একাডেমিক/২৪০৫/১১৯
তারিখঃ ১৯/০৫/২০২৪
বিজ্ঞপ্তি
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২২ মে (বুধবার) বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ বন্ধ থাকবে।
ছুটি সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবগত করার জন্য শ্রেণি শিক্ষক ও কো-অর্ডিনেটরদের অনুরোধ করা হলো। উপাধ্যক্ষগণ বিষয়টি নিশ্চিত করবেন।
অধ্যক্ষ
কার্যার্থের:
১) উপাধ্যক্ষ (সিনিয়র ও জুনিয়র উইং)
২) কো-অর্ডিনেটর (সিনিয়র ও জুনিয়র উইং)
৩) সকল শ্রেণি শিক্ষক
৪) নোটিশ বোর্ড
৫) শিক্ষক নোটিশ বোর্ড
৬) অফিস নথি
অবগতি:
১) চেয়ারম্যান/ভাইস চেয়ারম্যান
২) প্রধান উপদেষ্টা
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১১জুন ২০২৩ তারিখ থেকে ৩য়-৫ম শ্রেণির অর্ধ-বার্ষিক এবং ১২ জুন, ২০২৩ তারিখ থেকে ১ম শ্রেণির অর্ধ-বার্ষিক মূল্যায়ন ও ২য় শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। অর্ধ-বার্ষিক মূল্যায়ন/ অর্ধ-বার্ষিক পরীক্ষার ফি ৫০০ টাকা ও MT এর ফি ৫০ টাকা সহ মোট ফি ৫৫০ টাকা।
উক্ত অর্ধ-বার্ষিক মূল্যায়ন/ অর্ধ-বার্ষিক পরীক্ষার ফি এবং জুন মাস পর্যন্ত টিউশন ফি ও অন্যান্য বকেয়া (যদি থাকে)পরিশোধ করে ৩য়-৫ম শ্রেণির ক্ষেত্রে ৮ জুন (বৃহস্পতিবার) এবং ১ম ও ২য় শ্রেণির ক্ষেত্রে ১১ জুন (রবিবার) এর মধ্যে প্রবেশ পত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, প্রবেশ পত্র ব্যতীত কোন পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশ গ্রহন করতে দেয়া হবে না।
অধ্যক্ষ
কার্যার্থেঃ
• উপাধ্যক্ষ (জুনিয়রউইং)
• কো-অর্ডিনেটর (জুনিয়রউইং)
• শিক্ষক নোটিশ বোর্ড
• হিসাবশাখা
• হিসাবরক্ষক
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৭ জুন ২০২৩ তারিখ থেকে ১০ম শ্রেণির প্রি-টেস্ট ও ৯ম শ্রেণির অর্ধ-বার্ষিক এবং ০৮ জুন, ২০২৩ তারিখ থেকে ৮ম শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। প্রি-টেস্ট/ অর্ধ-বার্ষিক পরীক্ষার ফি ৬০০ টাকাও MT এর ফি ৫০ টাকা সহ মোট ফি ৬৫০ টাকা।
উক্ত প্রি-টেস্ট/ অর্ধ-বার্ষিক পরীক্ষার ফি এবং জুন মাস পর্যন্ত টিউশন ফি ও অন্যান্য বকেয়া (যদি থাকে) পরিশোধ করে ৯ম ও ১০ম শ্রেণির ক্ষেত্রে ৬ জুন (মঙ্গলবার) এবং ৮ম শ্রেণির ক্ষেত্রে ৭ জুন (বুধবার) এর মধ্যে প্রবেশ পত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, প্রবেশ পত্র ব্যতীত কোন পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশ গ্রহন করতে দেয়া হবে না।
অধ্যক্ষ
কার্যার্থেঃ
• উপাধ্যক্ষ (সিনিয়রউইং)
• কো-অর্ডিনেটর(সিনিয়রউইং)
• শিক্ষক নোটিশ বোর্ড
• হিসাবশাখা
• হিসাবরক্ষক