নীপা চৌধুরী

ভাইস চেয়ারম্যান

কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ

শিক্ষা মানে কিছু পুঁথিগত বিদ্যা মস্তিষ্কে ধারণ করা নয়। শিক্ষা মানে হলো পারিপার্শ্বিক সবকিছু থেকে জ্ঞান আহরণ করা এবং সেটি হতে হবে এমন কিছু যা ব্যক্তির জন্য সুফল বয়ে আনবে এবং নিজের যা কিছু সুকুমার বৃত্তি তা সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে৷

কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় বলতে চাই —

“মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন।”

উত্তরায় অবস্হিত অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ তার নিজস্ব সাফল্যের ধারাবাহিকতায় ইতোমধ্যে অনেকের কাছেই সুপরিচিত হয়ে উঠেছে। এর যাত্রা আরো একধাপ এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রযুক্তির উৎকর্ষে আলোকিত হয়ে স্কুলের ওয়েবসাইট নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। পৃথিবীর যেকোনো প্রান্তেই মানুষ যেন আমাদের কর্মকাণ্ড সম্পর্কে জ্ঞাত হতে পারে সেজন্যই এ উদ্যোগ। যে জাতি যতো বেশি শিক্ষিত সে জাতি ততোটাই উন্নত। বর্তমান সরকারের শিক্ষা খাত এবং প্রযুক্তি নিয়ে সুদূর-প্রসারি পরিকল্পনা ও এর বাস্তবায়ন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে দেশের সুনাম অর্জনের লক্ষ্যে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নাই। কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ দক্ষ পরিচালকমন্ডলী ও একঝাঁক তরুণ, মেধাবী শিক্ষকের সমন্বয়ে স্বয়ংসম্পূর্ণ ও দৃষ্টিনন্দন একটা শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার মানের ব্যাপারে আমরা আপোষহীন।

সবশেষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান হিসেবে কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজের জন্য নিরন্তর শুভকামনা।

  • 275, Prembagan, Dakshinkhan, Dhaka-1230
  • 02 8999685
  • 01793 560 466
  • kcmodelcollege@gmail.com

Follow Us

Our Visitor

Copyright © 2024 KCMSC. All Rights Reserved.

TOP