প্রফেসর মোঃ আবদুল বাতেন

অধ্যক্ষ, কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ

সাবেক অধ্যক্ষ, মির্জাপুর ও বরিশাল ক্যাডেট কলেজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা থেকে মাত্র আধা কিলোমিটার দূরে দক্ষিণখানে ১০-তলা বিশিষ্ট নিজস্ব ভবনে গড়ে ওঠা একটি আধুনিকমানের ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠানের নাম কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষা মানুষের মৌলিক অধিকার যা মানুষকে আলোকিত করে, সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করে এবং একটি সুন্দর সমাজ, রাষ্ট্র তথা একটি সুন্দর বিশ্ব গঠনে অনন্য ভূমিকা রাখে। এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে ঢাকা মহানগরীর দক্ষিণখানে বসবাসরত বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব মোঃ খসরু চৌধুরী (সিআইপি) ২০১৪ সালে উত্তরার সন্নিকটে দক্ষিণখানে কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেন।

দক্ষিণখান এলাকা ঢাকা মহানগরীর বর্ধিষ্ণু অংশ হলেও আধুনিক সুযোগ সুবিধা সবার দোরগোড়ায় পৌঁছায়নি। ঢাকার উত্তরা ও নিকটবর্তী এলাকার সব নামি-দামী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বিমানবন্দর-টংগী রেল লাইনের পশ্চিম পার্শ্বে অবস্থিত। এ প্রেক্ষাপটে রেল লাইনের পূর্ব পার্শ্বে অবস্থিত কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ এতদঞ্চলে তথা সারা বাংলাদেশে শিক্ষা বিস্তারে এবং আলোকিত মানুষ তৈরিতে অনন্য অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ এ ইংরেজি ও বাংলা উভয় ভার্সনে পাঠদানের ব্যবস্থা রয়েছে। তবে সকল ছাত্র ছাত্রীকে ইংরেজি ও সহশিক্ষা কার্যত্রমে পারদর্শী করে গড়ে তোলার জন্য বিশেষভাবে গুরুত্বারোপ করা হয় যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ-বিদেশে যে-কোনো পরিস্থিতিতে নিজেদের খাপ খাইয়ে নিতে পারে এবং প্রয়োজনে নিজেদেরকে সঠিকভাবে উপস্থাপন করতে পারে।

প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবকসহ শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

  • 275, Prembagan, Dakshinkhan, Dhaka-1230
  • 02 8999685
  • 01793 560 466
  • kcmodelcollege@gmail.com

Follow Us

Our Visitor

Copyright © 2024 KCMSC. All Rights Reserved.

Principal’s Message

TOP