মোঃ খসরু চৌধুরী
চেয়ারম্যান
কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ, কে সি ফাউন্ডেশন
ব্যবস্থাপনা পরিচালক, নীপা গ্রুপ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশ্বরোড এলাকা থেকে তুরাগ নদীর তীর পযন্ত এলাকাটি রেল লাইন দ্বারা পূর্ব ও পশ্চিমে দু’ভাগে বিভক্ত। রেল লাইনের পূর্ব দিকটিতে এক বিশাল জনগোষ্ঠি বসবাস করলেও এটি ছিল সব দিক থেকে অবহেলিত, নাগরিক সুবিধা-বঞ্চিত। এখানে উচ্চ শিক্ষার বিদ্যাপিঠ ছিল অভাবনীয়; এমনকি একটি ভালো স্কুল-কলেজও ছিল না। এখানে কোন উন্নত হাসপাতাল বা উল্লেখযোগ্য কোন স্থাপনা পর্যন্ত ছিল না। এখানকার যুব সমাজ নানা সামাজিক ব্যাধিতে আক্রান্ত ছিল। সন্ত্রাস, মাদকাসক্তি, ইভটিজিং ইত্যাদি এলাকার পরিবেশকে বিষাক্ত করে তুলেছিল। দীর্ঘদিন এ এলাকায় বসবাস করছি বিধায় এখানকার বাসিন্দাদের প্রতি একটি দায়বদ্ধতা থেকে কিছু একটা করার তাগিদ অনুভব করি। সিদ্ধান্ত নেই একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল গড়ে তুলবো। আমার সহধর্মীনী নীপা চৌধুরীও এ কাজে আমাকে উৎসাহ জোগান। ২০১২ সালে আমার বাসা সংলগ্ন নিজের মালিকানাধীন ৩৯ শতাংশের প্লটে কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ ভবনের কাজ শুরু করি এবং তিন বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করি।
অতঃপর প্রায় ২২০০ জন শিক্ষার্থী নিয়ে ১ জানুয়ারি ২০১৫ সালে যাত্রা শুরু করে এ প্রতিষ্ঠান। প্রথম বছরেই এ প্রতিষ্ঠানের শিক্ষা, সহশিক্ষা ও ব্যতিক্রমী কর্মকাণ্ড বিশিষ্টজনদের মনোযোগ আকর্ষণে সমর্থ হয়। এরই ফলশ্রুতিতে প্রথম বছরেই শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিষ্ঠানে নবম ও দশম শ্রেণিতে পাঠদানের অনুমতি প্রদান করে। পরের বছর অর্থাৎ ২০১৬ সাল থেকে একাদশ-দ্বাদশ শ্রেণিতে পাঠদানের অনুমতি পাওয়া যায়। এর মাধ্যমে এ প্রতিষ্ঠানে প্রাক-প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদানের সুযোগ অবারিত হয়। এত অল্প সময়ে কোন প্রতিষ্ঠানের পক্ষে এত বড় স্বীকৃতি খুবই বিরল। কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ যেহেতু একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই উন্নত ও আধুনিক শিক্ষার সব ধরনের সুযোগ ও আয়োজন এখানে রয়েছে। এ বিদ্যাপীঠে যুগোপযোগী ও কার্যকর শিক্ষা লাভ করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ নিশ্চিত সাফল্য অর্জন করবে এবং বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবে এটাই আমার একান্ত চাওয়া।
এ প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টার দিক নির্দেশনা, অধ্যক্ষ ও উপাধ্যক্ষবৃন্দের দক্ষ পরিচালনা, শিক্ষকমণ্ডলীর আন্তরিক পাঠদান, জীবনমূখী ও সৃজনশীল শিক্ষার অনুশীলন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সুচিন্তিত পরামর্শ ও সহযোগিতায় কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ তার স্বীয় গৌরব অক্ষুণ্ণ রেখে উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস।
প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি নতুন আঙ্গিকে আরও আকর্ষণীয়ভাবে পুনঃপ্রবর্তনে আমি অত্যন্ত আনন্দিত। এর সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ।